৯ টাকায় ২ জিবি ইন্টারনেট

গ্রামীণফোন (জিপি) ব্যবহারকারীদের জন্য সুখবর। জিপি সব ইনঅ্যাক্টিভ কাস্টমারদের জন্য নতুন ‘রিঅ্যাক্টিভেশন অফার’ চালু করেছে। এর আওতায় বন্ধ সিম চালু করলেই মাত্র ৯ টাকায় পাওয়া যাবে ২ জিবি ইন্টারনেট।

ছবি সংগৃহীত

যেভাবে মাত্র ৯ টাকায় ২ জিবি ইন্টারনেট অফারটি পাবেন: এই অফারটি পাওয়ার জন্য গ্রাহকদের নম্বরটির যোগ্যতা আছে কি না তা যাচাই করার জন্য ‘BHK <স্পেস> ০১৭xxxxxxx’  লিখে ৯৯৯৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

তিন মাস অর্থাৎ ৯০ দিন ধরে সিম বন্ধ রয়েছে এমন গ্রামীণফোন (জিপি) প্রিপেইড কাস্টমাররা এই অফারটি পাবেন। মাত্র ৯ টাকায় ২ জিবি ইন্টারনেট ডাটা অফারটি পেতে ডায়াল করুন *১১১*৯০# নম্বরে। প্যাকেজটির বৈধতা অর্থাৎ মেয়াদ ১৫ দিন। প্রাপ্ত ইন্টারনেট  @  থ্রিজি ও টুজি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট প্যাক ডাটা স্পিড ১ এমবিপিএস পর্যন্ত।  প্রতিবার ব্যবহারের পর বাকী ডাটা চেক করতে বা জানতে ডায়াল করুন *৫৬৭# অথবা *৫৬৬*১০# নম্বরে। অফারটির ক্ষেত্রে ভ্যাট প্রয়োগযোগ্য।

সর্বোচ্চ ৪ বার অফারটি নেওয়া যাবে। তার মানে মোট ৮ জিবি নেওয়া যাবে। এতে খরচে পড়বে ৩৬ টাকা। রেজিস্ট্রেশন ছাড়াই যোগ্য গ্রাহকরা এই অপারটি পাবেন। তবে এজন্য ২৯ টাকা রিচার্জ করতে হবে।

Leave a comment