ইউটিউব আপলোডারদের জন্য জটিল টিপস !!

ইউটিউব এ যাদের চ্যানেল আছে তাদের জন্য টিপসটা আশাকরি কাজে দিবে। আপনারা হয়তো দেখে থাকবেন ইউটিউব এ কিছু বড় বড় চ্যানেল আছে সেগুলো খুব সুন্দর ভাবে সাজানো আছে। তাদের চ্যানেল এ ভিসিট করার সাথে সাথে দেখবেন সব লেআউট হিসেবে সুন্দর ভাবে সাজানো রয়েছে। কিন্তু আমাদের চ্যানেল গুলা কেমন জানি সাধারন দেখতে লাগে। তাই আমি আজকে দেখাব কিভাবে আপনার ইউটিউব চ্যানেল এর হোমপেজ এডিট করে নিজের মত করে সাজাবেন। এর ফলে আপনার চ্যানেলটি দেখতে খুব সুন্দর দেখাবে। যদি বিষয়টি এখন না বুজে থাকেন তাহলে নিচের স্ক্রীনসর্ট দেখুন, আমাদের চ্যানেল এর অবস্থা এইরকম কিনা?

Add Sections On Your YouTube Channel Homepage

এখানে আমাদের চ্যানেল এর শুধু “All activities” আসে। শুধু এক লেয়ার এ সব ভিডিও আসে আর নিচের স্ক্রীনশর্ট দেখুন।

Add Sections On Your YouTube Channel Homepage

এখানে সব আলাদা আলাদা ভাবে সাজানো আছে। এই বিষয় টি আমি আগে বুজিনাই বড় বড় চ্যানেল এ যখন দেখতাম তখন মনে হত তারা এটা কেমনে করে আবার অনেক চ্যানেল এ যখন দেখতাম না তখন চিন্তা করতাম এইটা মনে হয় টাকা দিয়া কিনতে হয়

2 thoughts on “ইউটিউব আপলোডারদের জন্য জটিল টিপস !!”

Leave a comment