আজ জাতীয় কবি কাজী নজরুল

বিদ্রোহী কবির পুরো নাম – কবি কাজী নজরুল ইসলাম।
* জন্ম – ১১ই জৈষ্ঠ্য, ১৩০৬ (বাংলা), ২৪মে ১৮৯৯ (ইংরেজি)।
* জন্মস্থান – ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
* পিতার নাম – কাজী ফকীর আহম্মদ।
* মাতার নাম – মোসাম্মাৎ জাহেদা খাতুন।
* শিক্ষাকাল – প্রথমে গ্রামের মক্তব, পরে রানীগণ্জ সিয়ার-সোল হাই স্কুল, মাথরুন ইংরেজী উচ্চ বিদ্যালয়,   দরিরামপুর উচ্চ বিদ্যালয়,(ত্রিশাল)।
* আশ্রয় দাতা – কাজী রফিজ উল্লাহ (তৎকালীন পুলিশ ইন্সপেক্টর)।
* কর্মস্থল -এস,রকসের চা-রুটির দোকান,প্রসাদপুর গার্ড সাহেবের বাসা, ৪৯ বাঙ্গালী পল্টন।
* বিয়ে – ২৫শে এপ্রিল, ১৯২৪ ইংরেজী।
* স্ত্রী’র নাম – প্রমীলা সেনগুপ্তা, ডা নাম- দুলী।
* কাজী নজরুল ইসলামের ডাক নাম – দুখু মিয়া।
* প্রমীলার জন্ম – ২৭শে বৈশাখ, ১৩১৫ বাংলা।
* কাজী নজরুল ইসলাম এর শ্বশুর – শ্রী বসন্ত কুমার সেনগুপ্ত।
* কাজী নজরুল ইসলাম এর শ্বাশুড়ী – শ্রীমতি গিরিবালা দেবী।
* কাজী নজরুল ইসলাম এর প্রথম সন্তান – অরিন্দম খালিদ,ডাক নাম-বুলবুল।
* কাজী নজরুল ইসলাম এর কনিষ্ঠ পুত্র – কাজী অনিরুদ্ধ, ডাক নাম – লেনিন বা নিনি।
* সাহিত্য চর্চা কাল – ১৩২৬ হইতে ১৩৪৯ বাংলা।
* কাজী নজরুল ইসলাম এর প্রথম প্রকাশিত কবিতা – মুক্তি।
* প্রথম গল্প – বাউন্ডেলের আত্ম কাহিনী।
* প্রথম প্রবন্ধ – তুর্কী মহিলার ঘোমটা খোলা।
* প্রথম উপন্যাস – বাঁধন হারা।
* সর্বশ্রেষ্ঠ (সাধারণ মানুষের বিবেচনায়) কবিতা – বিদ্রোহী।
* কাজী নজরুল ইসলাম এর উল্লেখযোগ্য গ্রন্থ – ভাঙ্গার গান, অগ্নিবীণা, বিষের বাঁশী, চক্রবাক,রিক্তের বেদন, ব্যাথার দান, প্রলয় শিখা, আলেয়া প্রভূতি।
* বাল্য রচনা – মেঘনাদ বধ, চাষার সঙ, শুকনী বধ, দাতাকর্ণ রাজপুত্র, কবি কালিদাস, আকবর বাদশাহ প্রভূতি।
* কাজী নজরুল ইসলাম সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা – ধুমকেতু।
* ধুমকেতু’র প্রথম প্রকাশ – ১৭ই মে,১৯২৩ ইংরেজী।
* কাজী নজরুল ইসলাম অভিনীত প্রথম ছায়াছবি – ধ্রুব।
* নজরুল গীতির সংখ্যা – তিন হাজারের উপরে।

Leave a comment