Category Archives: Education

আজ জাতীয় কবি কাজী নজরুল

বিদ্রোহী কবির পুরো নাম – কবি কাজী নজরুল ইসলাম।
* জন্ম – ১১ই জৈষ্ঠ্য, ১৩০৬ (বাংলা), ২৪মে ১৮৯৯ (ইংরেজি)।
* জন্মস্থান – ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
* পিতার নাম – কাজী ফকীর আহম্মদ।
* মাতার নাম – মোসাম্মাৎ জাহেদা খাতুন।
* শিক্ষাকাল – প্রথমে গ্রামের মক্তব, পরে রানীগণ্জ সিয়ার-সোল হাই স্কুল, মাথরুন ইংরেজী উচ্চ বিদ্যালয়,   দরিরামপুর উচ্চ বিদ্যালয়,(ত্রিশাল)।
* আশ্রয় দাতা – কাজী রফিজ উল্লাহ (তৎকালীন পুলিশ ইন্সপেক্টর)।
* কর্মস্থল -এস,রকসের চা-রুটির দোকান,প্রসাদপুর গার্ড সাহেবের বাসা, ৪৯ বাঙ্গালী পল্টন।
* বিয়ে – ২৫শে এপ্রিল, ১৯২৪ ইংরেজী।
* স্ত্রী’র নাম – প্রমীলা সেনগুপ্তা, ডা নাম- দুলী।
* কাজী নজরুল ইসলামের ডাক নাম – দুখু মিয়া।
* প্রমীলার জন্ম – ২৭শে বৈশাখ, ১৩১৫ বাংলা।
* কাজী নজরুল ইসলাম এর শ্বশুর – শ্রী বসন্ত কুমার সেনগুপ্ত।
* কাজী নজরুল ইসলাম এর শ্বাশুড়ী – শ্রীমতি গিরিবালা দেবী।
* কাজী নজরুল ইসলাম এর প্রথম সন্তান – অরিন্দম খালিদ,ডাক নাম-বুলবুল।
* কাজী নজরুল ইসলাম এর কনিষ্ঠ পুত্র – কাজী অনিরুদ্ধ, ডাক নাম – লেনিন বা নিনি।
* সাহিত্য চর্চা কাল – ১৩২৬ হইতে ১৩৪৯ বাংলা।
* কাজী নজরুল ইসলাম এর প্রথম প্রকাশিত কবিতা – মুক্তি।
* প্রথম গল্প – বাউন্ডেলের আত্ম কাহিনী।
* প্রথম প্রবন্ধ – তুর্কী মহিলার ঘোমটা খোলা।
* প্রথম উপন্যাস – বাঁধন হারা।
* সর্বশ্রেষ্ঠ (সাধারণ মানুষের বিবেচনায়) কবিতা – বিদ্রোহী।
* কাজী নজরুল ইসলাম এর উল্লেখযোগ্য গ্রন্থ – ভাঙ্গার গান, অগ্নিবীণা, বিষের বাঁশী, চক্রবাক,রিক্তের বেদন, ব্যাথার দান, প্রলয় শিখা, আলেয়া প্রভূতি।
* বাল্য রচনা – মেঘনাদ বধ, চাষার সঙ, শুকনী বধ, দাতাকর্ণ রাজপুত্র, কবি কালিদাস, আকবর বাদশাহ প্রভূতি।
* কাজী নজরুল ইসলাম সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা – ধুমকেতু।
* ধুমকেতু’র প্রথম প্রকাশ – ১৭ই মে,১৯২৩ ইংরেজী।
* কাজী নজরুল ইসলাম অভিনীত প্রথম ছায়াছবি – ধ্রুব।
* নজরুল গীতির সংখ্যা – তিন হাজারের উপরে।

জসীমউদ্দীনের সাহিত্য কর্ম ও গুরুত্ব পূর্ণ প্রশ্ন সমূহ

জসীমউদ্দীন (জানুয়ারি ১, ১৯০৩ – মার্চ ১৩, ১৯৭৬) একজন বিখ্যাত বাঙালি কবি। তিনি বাংলাদেশে ‘পল্লী কবি’ হিসেবে পরিচিত। তাঁর লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় অবদান। পুরো নাম জসীমউদ্দীন মোল্লা হলেও তিনি জসীম উদ্ দীন নামেই পরিচিত। নকশী কাঁথার মাঠ কবির শ্রেষ্ঠ রচনা যা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
প্রাথমিক জীবনঃ
তিনি ১৯০৩ সনের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার বাড়ি ছিলো একই জেলার গোবিন্দপুর গ্রামে। বাবার নাম আনসার উদ্দিন মোল্লা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মা আমিনা খাতুন ওরফে রাঙাছুট। জসীম উদ্ দীন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল, ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুল থেকে পড়ালেখা করেন। এখান থেকে তিনি তার প্রবেশিকা পরীক্ষায় ১৯২১ সনে উত্তীর্ন হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. এবং এম. এ. শেষ করেন যথাক্রমে ১৯২৯ এবং ১৯৩১ সনে। ১৯৩৩ সনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ড. দীনেশ চন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগ দেন। এরপর ১৯৩৮ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন।

১৯৬৯ সনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মান সূচক ডি লিট উপাধিতে ভূষিত করেন। তিনি ১৩ মার্চ ১৯৭৬ সনে ঢাকায় মৃত্যুবরণ করেন। পরে তাকে তাঁর নিজ গ্রাম গোবিন্দপুরে দাফন করা হয়।
গ্রন্থাবলীঃ
কাব্যগ্রন্থঃ

রাখালী (১৯২৭)
নকশী কাঁথার মাঠ (১৯২৯)
বালু চর (১৯৩০)
ধানখেত (১৯৩৩)
সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪)
হাসু (১৯৩৮)
রঙিলা নায়ের মাঝি(১৯৩৫)
রুপবতি (১৯৪৬)
মাটির কান্না (১৯৫১)
এক পয়সার বাঁশী (১৯৫৬)
সকিনা (১৯৫৯)
সুচয়নী (১৯৬১)
ভয়াবহ সেই দিনগুলিতে (১৯৬২)
মা যে জননী কান্দে (১৯৬৩)
হলুদ বরণী (১৯৬৬)
জলে লেখন (১৯৬৯)
কাফনের মিছিল ((১৯৮৮)
নাটকঃ

পদ্মাপার (১৯৫০)
বেদের মেয়ে (১৯৫১)
মধুমালা (১৯৫১)
পল্লীবধূ (১৯৫৬)
গ্রামের মেয়ে (১৯৫৯)
ওগো পুস্পধনু (১৯৬৮)
আসমান সিংহ (১৯৮৬)
আত্মকথা

যাদের দেখেছি ((১৯৫১)
ঠাকুর বাড়ির আঙ্গিনায় (১৯৬১)
জীবন কথা ( ১৯৬৪)
স্মৃতিপট (১৯৬৪)
উপন্যাসঃ

বোবা কাহিনী (১৯৬৪)
ভ্রমণ কাহিনী

চলে মুসাফির (১৯৫২)
হলদে পরির দেশে ( ১৯৬৭)
যে দেশে মানুষ বড় (১৯৬৮)
জার্মানীর শহরে বন্দরে (১৯৭৫)
সঙ্গীতঃ

জারি গান (১৯৬৮)
মুর্শিদী গান (১৯৭৭)
অন্যান্যঃ

বাঙালির হাসির গল্প
ডালিমকুমার (১৯৮৬)
পুরস্কারঃ
প্রেসিডেন্টস এওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স ১৯৫৮
একুশে পদক ১৯৭৬
স্বাধীনতা দিবস পুরস্কার ১৯৭৮ (মরণোত্তর)
১৯৭৪ সনে তিনি বাংলা একাডেমী পুরস্কার প্রত্যাখ্যান করেন।
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট ডিগ্রি (১৯৬৯)

জসীমউদ্দীন কে নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহঃ
প্রশ্নঃ কবি জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কানটি? উত্তরঃ এক পয়সার বাঁশি
প্রশ্নঃ তাম্বুলখানা গ্রামে জন্মেছিলে কোন কবি? উত্তরঃজসীমউদ্দীন
প্রশ্নঃ ‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা?উত্তরঃ কাব্য
প্রশ্নঃ ‘আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও’- পংক্তিটি কোন কবির লেখা? উত্তরঃ জসীমউদ্দীন
প্রশ্নঃ “The filed of embroidered quilt” : কাব্যটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যের ইংরেজী অনুবাদ? উত্তরঃ নকশীকাঁথার মাঠ
প্রশ্নঃ কবি জসিমউদ্দিনের জীবনকাল কোনটি? উত্তরঃ ১৯০৩-১৯৭৬ইং
প্রশ্নঃ “বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলীর গাঁ।” পংক্তিটির রচয়িতা কে? উত্তরঃজসীমউদ্দীন
প্রশ্নঃ জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তরঃ কল্লোল
প্রশ্নঃ ‘বোবা কাহিনী’ জসীমউদ্‌দীনের কোন ধরনের রচনা? উত্তরঃউপন্যাস
প্রশ্নঃ জসীমউদ্‌দীন ‘কবর’ কবিতা রচনার সময়ে- উত্তরঃ কলেজে পড়েন
প্রশ্নঃ ‘ধানক্ষেত’ কাব্যটি কে লিখেছেন? উত্তরঃজসীমউদ্দীন
প্রশ্নঃ জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে উত্তরঃ নকশীকাঁথার মাঠ
প্রশ্নঃ ‘কবর’ কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তরঃ মাত্রাবৃত্ত
প্রশ্নঃ পল্লীকবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন— উত্তরঃ ফরিদপুরে
প্রশ্নঃ ‘নক্সী কাঁথার মাঠ’ এর রচয়িতা কে? উত্তরঃ জসীমউদ্দীন
প্রশ্নঃ কোনটি জসিম উদ্দীনের লেখা? উত্তরঃ বোবা কাহিনী
প্রশ্নঃ জসীমউদ্‌দীনের প্রথম কাব্যগ্রন্থের প্রকাশকাল কত? উত্তরঃ ১৯২৭
প্রশ্নঃ জসীমউদ্‌দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে যোগদেন কত সালে? উত্তরঃ ১৯৩৮
প্রশ্নঃ ‘রাখালী’ কাব্য কার লেখা? উত্তরঃ জসীমউদ্দীন
প্রশ্নঃ জসীমউদ্দীন তার বন্ধুকে কোন গাঁয়ে নিমন্ত্রণ করেছিলেন? উত্তরঃ কাজল গাঁয়ে
প্রশ্নঃ কোন কবির নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একট ছাত্রাবাসের নামকরণ হয়েছে? উত্তরঃ জসীম উদ্দীন
প্রশ্নঃ কবি জসিমউদ্দিন রচতি কাব্য কোনটি? উত্তরঃ রাখালী
প্রশ্নঃ ‘কবর’ কবিতার লেখক কে উত্তরঃজসীম উদ্দীন
প্রশ্নঃ জসিম উদ্দীন রচিত গাথাকাব্য কোনটি? উত্তরঃ সোজন বাদিয়ার ঘাট
প্রশ্নঃ ‘কবর’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?উত্তরঃরাখালী
প্রশ্নঃ জসীম উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তরঃ রাখালী
প্রশ্নঃ জসীমউদ্‌দীন রচিত উপন্যাস কোনটি? উত্তরঃ বোবা কাহিনী
প্রশ্নঃ জসীম উদ্দীনের শ্রেষ্ঠকাহিনীকাব্য কোনটি?উত্তরঃ সকিনা
প্রশ্নঃ জসীমউদ্দীনের ‘কবর’ কবিতার দাদু শাপলার হাটে কি বিক্রি করতেন? উত্তরঃ তরমুজ
প্রশ্নঃ পল্লীকবি জসীমউদ্‌দীনের পল্লীগানসমূহ সংকলিত হয়েছে কোন গ্রন্থে? উত্তরঃ রাখালী
প্রশ্নঃ কবি জসীমউদ্দীন রচিত কাব্য কোনটি? উত্তরঃ রাখালী
প্রশ্নঃ ‘রঙ্গিলা নায়ের মাঝি’ এর লেখক হলেন- উত্তরঃ জসীমউদ্দীন
প্রশ্নঃ ‘নকশী কাঁথার মাঠ’ বইয়ের লেখক কে?উত্তরঃ কবি জসীম উদ্দীন
প্রশ্নঃ ‘বেদের মেয়ে’ গীতিনাট্য কে লিখেছেন?উত্তরঃজসীমউদ্দীন
প্রশ্নঃ ‘পদ্মাপার’ নাটকটির রচয়িতা কে? উত্তরঃ জসীমউদ্দীন
প্রশ্নঃ কবি জসীমউদ্দীনের ‘কবর’ কবিতার বিষয়বস্তু হলো- উত্তরঃ প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ
প্রশ্নঃ ‘কবর’ কবিতাটির রচয়িতা কে? উত্তরঃ জসীমউদ্দীন
প্রশ্নঃ ‘কবর’ কবিতায় কতটি পঙক্তি রয়েছে? উত্তরঃ ১১৮টি
প্রশ্নঃ জসীমউদ্দীন মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের কোন তারিখে? উত্তরঃ ১৩ মার্চ
প্রশ্নঃ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জসীমউদ্‌দীনকে ডি.লিট ডিগ্রি প্রদান করেন কত সালে?উত্তরঃ১৯৬৯
প্রশ্নঃ কবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ কোনটি? উত্তরঃ রাখালী
প্রশ্নঃ ‘সোজন বাদিয়ার ঘাট’ এর রচয়িতা কে? উত্তরঃজসীম উদ্দীন
প্রশ্নঃ পল্লীকবি মৃত্যুবরণ করেন কোথায়? উত্তরঃ ঢাকায়
প্রশ্নঃ জসিম উদ্দীনের ‘আসমানী’ চরিত্রটির বাড়ি কোথায়? উত্তরঃ ফরিদপুর
প্রশ্নঃ কোনটি জসীম উদ্দীনের নাটক- উত্তরঃ বেদের মেয়ে

 

আর বিসিএস এর প্রস্তুতি নিতে নিয়োমিত http://www.Helpbd24.com এর সাথে থাকেন।

জেনে নিন বাংলাদেশের সকল রাষ্ট্রপতিদের নাম ও মেয়াদকাল!

১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সময়কাল : ১১ই এপ্রিল ১৯৭১ইং হতে ১২ই জানুয়ারী ১৯৭২ ইং পর্যন্ত, (আওয়ামী লীগ)।
২) সৈয়দ নজরুল ইসলাম। (অস্থায়ী)
সময়কাল : ১১ই এপ্রিল ১৯৭১ইং হতে ১০ই জানুয়ারী ১৯৭২ ইং পর্যন্ত, (আওয়ামী লীগ)।
৩) বিচারপতি আবু সাইদ চৌধুরী।
সময়কাল : ১২ই জানুয়ারী ১৯৭২ইং হতে ২৪শে ডিসেম্বর ১৯৭৩ ইং পর্যন্ত, (আওয়ামী লীগ)।
৪) মোহম্মদ মোহম্মদ উল্লাহ।
সময়কাল: ২৪শে ডিসেম্বর ১৯৭৩ ইং হতে ২৫শে জানুয়ারী ১৯৭৫ইং পর্যন্ত, (আওয়ামী লীগ)।
৫) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সময়কাল: ২৫শে জানুয়ারী ১৯৭৫ ইং হতে ১৫ই আগস্ট ১৯৭৫ইং পর্যন্ত, (আওয়ামী লীগ)।
৬) খন্দকার মোশতাক আহাম্মদ।
সময়কাল: ১৫ই আগস্ট ১৯৭৫ইং হতে ৬ই নভেম্বর ১৯৭৫ইং পর্যন্ত, (আওয়ামী লীগ)।
৭) বিচারপতি আবু সাদাত মোহম্মদ সায়েম।
সময়কাল: ৬ই নভেম্বর ১৯৭৫ইং হতে ২১শে এপ্রিল ১৯৭৭ইং পর্যন্ত।
৮) মেজর জেনারেল : জিয়াউর রহমান।
সময়কাল: ২১শে এপ্রিল ১৯৭৭ইং হতে ৩০শে মে ১৯৮১ইং পর্যন্ত, (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-BNP)।
৯) বিচারপতি আব্দুস সাত্তার। (অস্থায়ী)
সময়কাল: ৩০শে মে ১৯৮১ইং হতে ২৪শে মার্চ ১৯৮২ইং পর্যন্ত, (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-BNP)।
১০) হুসেইন মোহাম্মদ এরশাদ।
সময়কাল : ২৪শে মার্চ ১৯৮২ইং হতে ২৭শে মার্চ ১৯৮২ইং পর্যন্ত, (জাতীয় পার্টি)।
১১) বিচারপতি এ.এফ.এম আহসান উদ্দিন চৌধুরী।
সময়কাল: ২৭শে মার্চ ১৯৮২ইং হতে ১১ই ডিসেম্বর ১৯৮৩ইং পর্যন্ত, (জাতীয় পার্টি)।
১২) হুসেইন মোহাম্মদ এরশাদ।
সময়কাল: ১১ই ডিসেম্বর ১৯৮৩ইং হতে ৬ই ডিসেম্বর ১৯৯০ইং পর্যন্ত, (জাতীয় পার্টি)।
১৩) বিচারপতি শাহাবুদ্দিন আহম্মদ। (অস্থায়ী)
সময়কাল : ৬ই ডিসেম্বর ১৯৯০ইং হতে ১০ই অক্টোবর ১৯৯১ইং পর্যন্ত।
নির্দলীয়, তত্ত্বাবধায়ক সরকার প্রধান।
১৪) বিচারপতি আবদুর রহমান বিশ্বাস।
সময়কাল : ১০ই অক্টোবর ১৯৯১ইং হতে ৯ই অক্টোবর ১৯৯৬ইং পর্যন্ত, (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-BNP)।
১৫) বিচারপতি শাহাবুদ্দিন আহম্মদ।
সময়কাল : ৯ই অক্টোবর ১৯৯৬ইং হতে ১৪ই নভেম্বর ২০০১ইং পর্যন্ত, নির্দলীয় (আওয়ামীলীগ কর্তৃক নির্বাচিত)।
১৬) অধ্যাপক এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী।
সময়কাল : ১৪ই নভেম্বর ২০০১ইং হতে ২১শে জুন ২০০২ইং পর্যন্ত, (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-BNP)।
১৭) ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।
সময়কাল : ২১শে জুন ২০০২ইং হতে ৬ই সেপ্টেম্বর ২০০২ইং পর্যন্ত, (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-BNP)।
১৮) অধ্যাপক ইয়াজ উদ্দিন আহমেদ।
সময়কাল : ৬ই সেপ্টেম্বর ২০০২ইং হতে ১২ই ফেব্রুয়ারী ২০০৯ইং পর্যন্ত, (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-BNP)।
১৯) অ্যাডভোকেট জিল্লুর রহমান।
সময়কাল : ১২ই ফেব্রুয়ারী ২০০৯ইং হতে ২০ মার্চ ২০১৩ পর্যন্ত, (আওয়ামী লীগ)।
মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবছরের ২০ মার্চ বুধবার বিকেল চারটা ৪৭ মিনিটে সিঙ্গাপুরের এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২০) এ্যাডভোকেট আব্দুল হামিদ
সময়কাল : ২০ মার্চ ২০১৩ থেকে বর্তমান, (আওয়ামী লীগ)।

দেশের গানের গীতিকার, এক নজরে দেখে নিন

১. জয় বাংলা, বাংলার জয় গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ
২. একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয় গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ
৩. একতারা, তুই দেশের কথা বল রে এবার বল গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ
৪. সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে গীতিকার : মোহাম্মদ রফিকুজ্জামান সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
৫. একাত্তরের মা জননী, কোথায় তোমায় মুক্তিসেনার দল? গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
৬. মোরা একটি ফুলকে বাঁচাব বলে গীতিকার : গোবিন্দ হালদার সুরকার : আপেল মাহমুদ
৭. একসাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গীতিকার : গোবিন্দ হালদার সুরকার : আপেল মাহমুদ
৮. তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে গীতিকার ও সুরকার : আপেল মাহমুদ
৯. একনদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে গীতিকার ও সুরকার : খান আতাউর রহমান
১০. পূর্বদিগন্তে সূর্য উঠেছে গীতিকার : গোবিন্দ হালদার সুরকার : সমর দাস
১১. নোঙ্গর তোলো, তোলো গীতিকার : নইম গহর সুরকার : সমর দাস
১২. মুক্তির মন্দির সোপানতলে গীতিকার : মোহিনী চৌধুরী সুরকার : কৃষ্ণচন্দ্র দে ১৩. আমি বাংলায় গান গাই গীতিকার ও সুরকার : প্রতুল মুখোপাধ্যায়
১৪. এই পদ্মা, এই মেঘনা গীতিকার ও সুরকার : আবু জাফর
. সোনা, সোনা, সোনা; লোকে বলে সোনা গীতিকার ও সুরকার : আবদুল লতিফ
১৫. ধনধান্যে পুষ্পে ভরা গীতিকার ও সুরকার : দ্বিজেন্দ্রলাল রায়
১৬. সালাম সালাম হাজার সালাম গীতিকার : ফজলে খোদা সুরকার : আবদুল জব্বার
১৭.ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় : গীতিকার : আবদুল লতিফ
১৯. কারার ঐ লৌহকপাট গীতিকার ও সুরকার : কাজী নজরুল ইসলাম ২০. ভয় কী মরণে রাখিতে সন্তানে গীতিকার ও সুরকার : মুকুন্দ দাস
২১. যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা গীতিকার : নাসিম খান সুরকার : সেলিম আশরাফ ২২. সব কটা জানালা খুলে দাও না গীতিকার : নজরুল ইসলাম বাবু সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
২৩. সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
২৪. সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি গীতিকার : মনিরুজ্জামান মনির সুরকার : আলাউদ্দিন আলি
২৫. প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গীতিকার : মনিরুজ্জামান মনির সুরকার : আলাউদ্দিন আলি
২৬. একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার গীতিকার : নইম গহর সুরকার : অজিত রায়
২৭. শোনো একটি মুজিবরের থেকে গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার : অংশুমান রায়
২৮. জনতার সংগ্রাম চলবেই গীতিকার : সিকান্দার আবু জাফর সুরকার : শেখ লুতফর রহমান
২৯. রক্ত দিয়ে নাম লিখেছি গীতিকার : আবুল কাশেম সন্দ্বীপ সুরকার : সুজেয় শ্যাম ৩০. সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে? গীতিকার ও সুরকার : মকসেদ আলি খান সাঁই
৩১. বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার : শ্যামল মিত্র
৩২. বিচারপতি তোমার বিচার করবে যারা গীতিকার ও সুরকার : সলিল চৌধুরী ৩৩. ও মাঝি নাও ছাইড়া দে গীতিকার : এসএম হেদায়েত সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
৩৪. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গীতিকার : আবদুল গাফফার চৌধুরী সুরকার : আলতাফ মাহমুদ
৩৫. মা গো, ভাবনা কেন? গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার : সমর দাস

General Knowledge

১। ইস্রাইল প্রতিষ্ঠার জন্য বেলফোর ঘোষনা হয়– ১৯১৭ সালে।

 

২। চীনের প্রাচীর অবস্থিত – চীনের উত্তর সীমান্তে ।

৩। তপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ – হ্রাস পায় ।

৪। কসোভোর রাজধানী -প্রিস্টিনা।

৫। তুতেনখামেনের সমাধী আবিস্কৃত হয়- ১৯২২ সালে।

৬ । রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ- বনফুল।

৭। প্রাকৃত শব্দের অর্থ- স্বাভাবিক।

৮। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর- হেগে অবস্থিত ।

৯। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন- রবীন্দ্রনাথ ঠাকুর ।

১০। উলানবাট হল- মঙ্গলিয়ার রাজধানী ।

১১। হাজার হ্রদের দেশ- ফিনল্যান্ড।

১২। এপিকালচার হল- মৌমাছি চাষ।

১৩। দুশানব – তাজিকিস্তানের রাজধানী।

১৪। ১ অশ্ব শক্তি হল- ৭৪৬ ওয়াট।

পরবর্তী পোস্ট পেতে লাইক/শেয়ার করে এক্টিভ থাকুন।

আরো জানতে লাইক দিন নিচের পেজে

রবিঠাকুরের ১২ টি উপন্যাস – গল্পে গল্পে মনে রাখুন

‪#‎করুণা‬ করে আমাকে ‪#‎বউ‬ ঠাকুরানীর হাটে পৌঁছে দিও, সেখানে হয়ত ‪#‎রাজর্ষি‬ কে খুঁজে পাব, আগামী মাসে তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্ত ‪#‎নৌকাডুবি‬ ”র ফলে তার সাথে আমার সমস্ত ‪#‎যোগাযোগ‬ বন্ধ হয়ে যায়, আমি এখন তার ‪#‎চোখের‬ বালি, আমার ‪#‎দুইবোন‬আর ভাই ‪#‎গোরা‬ কে অনেক খুঁজেছি – পাইনি, অবশেষে জীবনের ‪#‎চার‬ অধ্যায় পেরিয়ে‪#‎চতুরঙ্গে‬ ”র কষাঘাতে ‪#‎মালঞ্চে‬ বসে লিখছি ‪#‎শেষের‬ কবিতা


ছোট গল্প: পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তির দিদির পত্র রক্ষা করতে পারল না
ছোট গল্প: পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দেনা পাওনা, কর্মফল, হৈমন্তি, দিদি, পত্র রক্ষা
প্রেমের গল্প: দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের রাত্রির শেষ কথার সমাপ্তি টেনে স্ত্রীর কাছে পত্র লেখেন


প্রেমের গল্প: ল্যাবরেটরী, অধ্যাপক, নষ্টনীড়, শেষ রাত্রি, সমাপ্তি, স্ত্রীর পত্র, একরাত্রি, দূর আশা, দৃষ্টিদান


 

Question and Answer From Science and Technology

• Full form of ‘CNG’ is – Compressed Natural Gas

• A bit is binary representation and can take either of the two values – 0 or 1

• Chemical name of Alum used for purifying water is – Aluminum Sulphate

• Steam Engine was invented by – James Watt

• Electricity consumption or use is measured in – KWH ( Kilo Watt per hour)

• The remotest planet in the solar system – Neptune

• The natural temperature of human body in Celsius scale is -36.9 degree Celsius

• We receive Vitamin D from – Sunshine

• The most distinctive difference between a LAN and a WAN is – Distance covered

• Earthquakes are recorded – Seismograph

• The longest day is in the month of – June

• ‘IRATOM’ is a – One kind of highbred rice

• In nature the hardest material -diamond

• ‘Red Planet’ is called – the Mars

• A device that reads text and images directly into computer is called – Scanner

• WWW stands for – World Wide Web

• The apparatus to measure purity of milk is – Lactometer

• MS Excel is a – Spreadsheet Software

• ‘My Document’ by default located at – C Drive

• Father of the personal computer/ computing – Dr. Henry Edward

বঙ্গবন্ধু সম্পর্কিত কিছু প্রশ্ন

১). ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের
নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২). বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত
সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
৩). বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা
প্রাথমিক বিদ্যালয়ে।
৪). বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল
থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২
সালে।
৫). বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের
বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে
থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
৬). বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে
অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল
বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে
যোগদানের মাধ্যমে।
৭). বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ
সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
৮). বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন
কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া
কলেজ থেকে।
৯). বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন
বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
১০). বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত
সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির
কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ
করায় তাঁকে বহিস্কার করা হয়।
১১). বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন
কত সালে কত তারিখে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা
উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি
প্রতিবাদ সভা করার কারণে তাঁকে
কারভোগ করতে হয়।
১২). ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান
আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ
পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
১৩). ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা
বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে
অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
১৪). যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন
আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
১৫). বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ
মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।
১৬). ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত
বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।
১৭). বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা
করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
১৮). আওয়ামী লীগের কাউন্সিল
অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
১৯). বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে
কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
২০). কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা
রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
২১). ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন
২২). ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে
পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
২৩). আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল
কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
২৪). আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে
দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও
অন্যান্য।
২৫). শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’
উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
২৬). শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি
কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল
আহমেদ।
২৭). কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
২৮). বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’
নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।
২৯). বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন
সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরি
চিতি।
৩০). বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী
ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
৩১). বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ
২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের
স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই
পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে
গ্রেপ্তার করে।
৩২). ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী
সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল
রাষ্ট্রপতি।
৩৩). বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার
থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
৩৪). বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন
কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে
পরিচিত।
৩৫). বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত
তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
৩৬). বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে
জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা
ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত
তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
৩৭). বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত
তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
৩৮). বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
৩৯). বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের
নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ
হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ
জামাল ও শেখ রাসেল
৪০). বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।